কুলাউড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও বিচার প্রাপ্তিতে সহায়তা শীর্ষক আলোচনা

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ৬:১৭:০৯,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯মৌলভীবাজারের কুলাউড়ায় নারী নির্যাতন প্রতিরোধ, শিশু সুরক্ষা ও ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা শীর্ষক এক আলোচনা সভা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত হয়। সভায় মুক্ত আলোচনায় বক্তারা বলেন, নারী ও শিশুর ক্ষেত্রে আমাদের আরও বেশি সচেতন হতে হবে। শুধু নিজেরা আন্তরিক হলে চলবে না, নির্যাতনের শিকার নারীর সুবিচার নিশ্চিত করতে সহায়তা করতে হবে।
বেসরকারি সংস্থা প্রচেষ্টার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, উপজেলা শিক্ষা অফিসার মো. আইয়ুব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভুঁইয়া, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা সালমা বেগম, আইপিডিএস ইনচার্জ অরিজেন খংলা, ব্র্যাকের মোজাম্মেল হক মুল প্রবন্ধ উপস্থাপন করে প্রচেষ্টার জেন্ডার ও শিশু সুরক্ষা বিষয়ক রিসোর্স পার্সন মুক্তা রানী দে। অনুষ্ঠান সঞ্চালনা করে প্রচেষ্টার সিডিআরপি নজরুল ইসলাম ও শাহজাহান আলী।
কুলাউড়ার ভাটেরায় সম্প্রতি ঘটে যাওয়া স্কুল ছাত্রীর ধর্ষণের ঘটনা নিয়েও আলোচনা হয়। সভায় নির্যাতিতা নারী ও শিশুর ক্ষেত্রে বিচার প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে অভিযোগ দ্রুত গ্রহণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশের প্রতি আহবান জানান।