কুলাউড়ায় মাছ শিকারে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:০০:৩৪,অপরাহ্ন ২১ জুন ২০২২মৌলভীবাজারের কুলাউড়ার বাদে মনসুর গ্রামের বাড়ির পাশের মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে শিপু আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুন) রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। শিপু কুলাউড়া পৌরসভা এলাকার বাদে মনসুর গ্রামের মাখন মিয়ার ছেলে।
পরিবারের লোকজন জানান, সোমবার সন্ধ্যা পর বাড়ির পশ্চিম পাশের একটি জমিতে মাছ ধরতে যায় শিপু। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। তার কোনো খোঁজ না পাওয়ার পরিবারের লোকজন তাকে খোঁজতে বের হন। একপর্যায়ে রাত ১০টার দিকে বাড়ির পাশে জমির পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ময়নুল ইসলাম বলেন, বিষধর সাপের কামড়েই শিপুর মৃত্যু হয়েছে। তার মাথায় সাপের কামড়ের চিহ্ন দেখা গেছে।