কুলাউড়া উপজেলা আ.লীগের সভাপতি রেনু, সম্পাদক কামরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৮:৩০:৪০,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রফিকুল ইসলাম রেনু সভাপতি ও আসম কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় দীর্ঘ ১৫বছর পর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন রোববার দুপুর ১২টার সময় কুলাউড়া ডাক বাংলা মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কুলাউড়ায় গুড়ি গুড়ি বৃষ্টির পর ভারি বর্ষণ উপেক্ষা করেই সম্মেলনের কাজ শুরু হয়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পরে অনুষ্ঠিত এ সম্মেলন সফল করতে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনা বিরাজ করতে দেখা গেছে। তাই ঝড় বৃষ্টি উপেক্ষা করে সম্মেলনে যোগ দিয়েছেন হাজার হাজার নেতাকর্মী। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।