কুলাউড়া পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:০৫:০৩,অপরাহ্ন ২৮ জুলাই ২০২২কুলাউড়া পৌরসভার ২০২২-’২৩ অর্থবছরের বাজেট বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে পৌর সভাকক্ষে পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন ঘোষণা করেন। এই অর্থবছরের ১২৭ কোটি ৯ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌর মেয়র বলেন, পৌরবাসীর যদি কাঙ্খিত উন্নয়ন পেতে চান তবে নিয়মিত পৌর ট্যাক্স পরিশোধ করতে হবে। আর পৌরসভার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেন মেয়র।
পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে লিখিত বাজেট পেশ করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. পনির হোসেন মোল্লা।
পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন বলেন, কুলাউড়া পৌরসভাকে ‘তৃতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্পে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে পৌরসভার রাস্তাঘাট, ড্রেন, ব্রীজ, কালভাটসহ পৌর এলাকার সার্বিক অবকাঠামোর উন্নয়নে অধিক গুরুত্ব দেয়া হবে।
ঘোষিত বাজেটে সড়ক-উপসড়ক প্রশস্তকরণ, জলাবদ্ধতা নিরসনে গোগালি খান খনন, যানজট নিরসনে ফুটপাত নির্মাণ, যানবাহন নিয়ন্ত্রণ, ড্রেন নির্মাণ, মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান চালুকরণ, ভূগর্ভস্থ পানির পাম্প স্থাপন ও পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
এছাড়া পৌর এলাকায় গুণগত খাবারের মান নিয়ন্ত্রনে মোবাইল কোর্ট, মশক নিধন, বর্জ অপসারনের ব্যবস্থাপনা, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ জোরদারকরণ, পৌর পার্ক, পাঠাগার, কমিউনিটি সেন্টার নির্মাণ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্ব দেয়া হবে।
বাজেট অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. ফজলুর হক খান সাহেদ, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন গণমাধ্যম কর্মী সুশীল সেন গুপ্ত, এম শাকিল রশীদ চৌধুরী, আজিজুল ইসলাম। অনুষ্ঠানে পৌর কাউন্সিলার, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।