কে নিবে জুড়ির বানভাসী অসহায় পরিবারগুলোর খোঁজ, চেয়ারম্যান,মেম্বার লাপাত্তা!

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:০৬:০২,অপরাহ্ন ২৯ জুন ২০২২
মৌলভীবাজারের জুড়ি উপজেলার অধিকাংশ এলাকা বিগত ১৫দিন যাবৎ বন্যার পানিতে নিমজ্জিত প্রায় ৭০-৭৫ভাগ এলাকা। আর পানিবন্দি প্রায় লাখ মানুষ।
সরেজমিন বুধবার ঘুরে আলাপ হয়, জুড়ি উপজেলার ক্লাব রোডের ক্ষুদ্র ব্যবসায়ী দিলিপ দে, সুনিল দে ও টুনু এর তিনটি পরিবারের ১৪ জন সদস্য নিয়ে পানিবন্দি হয়ে অসহায় জীবন যাপন করছেন। দোকান বন্ধ বানের পানিতে, বাসাতে হাটুর উপর পানি, বসত ঘরেও পানি ঢুকেছে। খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন। শিশু সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দেয়া অনেকটা দুঃসাধ্য হয়ে পরেছে বলে জানান পরিবারের কর্তা অসুস্থ দিলিপ দে।
তিনি বলেন, স্মরণকালের এই ভয়াবহ বন্যায় দুসপ্তাহ ধরে আমরা গৃহবন্দি। কোন কাজকর্ম নেই, স্থানীয় চেয়ারম্যান মেম্বার খোঁজও নিচ্ছেন। যারা আশ্রয় শিবিরে গেছেন তাদের ভাগ্যে সরকারি বেসরকারি সহায়তা জুটলেও আমাদের কোন ত্রাণ সহায়তা জুটেনি। আমরা না পারছি প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সাহায্য চাইতে, না পারছি সইতে। নিজেদের পরিবারের সন্তানদের মুখে জুটাতে পারছিনা খাবার।
তিনি আরও বলেন কি অসহনীয় কষ্টে আছি বলে বুঝাতে পারবো না। বন্যার পানিতে হাটতে হাটতে ঘরের ছেলে মেয়ে বউদের পায়ে ঘাঁ হয়ে গেছে। তার সাথে রয়েছে পানি বাহিত বিভিন্ন রোগের আক্রমণ। আমরা যে অব্যক্ত নিদারুন কষ্টে আছি তা কাউকে বলে বুঝাতে পারবো না। একই অবস্থা এলাকার অন্য মধ্যবিত্ত ও নি¤œ মধ্যবিত্ত পরিবারগুলোর। তারা না পারছে কইতে, না পারছে সইতে। জুড়ী উপজেলা প্রশাসন ও জন প্রতিনিধিরা কি এই অসহায় মানুষদের খোঁজ নিবেন? সরকারি সহায়তা কি তাদের ভাগ্যে জুটবে এ প্রশ্ন ভোক্তভোগী পরিবারগুলোর।