খাদিমপুর নছিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ‘গার্লস ফ্যাসিলিটিজ’ রুমের উদ্বোধন

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১২:২৩:২৬,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯সিলেটের ওসমানীনগরের খাদিমপুর নছিব উল্লাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ‘গার্লস ফ্যাসিলিটিজ’ রুমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার বিদ্যালয়ের ছাত্রীদের জন্য উন্নত সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই বিশেষ কক্ষটির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্তী, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী হুসাইন আহমদ ছইল, সদস্য আওলাদ আলী মাস্টার, মুজিউন চৌধুরী, আজির উদ্দিন নুরুল আমিন, হাজী জামাল মিয়া, শিক্ষক প্রতিনিধি মোঃ শরাফ উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল খালিক, রুকন মিয়া ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।