গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার : আরও কঠোর হচ্ছে আইন

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ১১:১৪:০০,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯সড়কে দুর্ঘটনা রোধে গাড়িচালকদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করতে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের শাস্তি দ্বিগুণ করেছে সরকার। কিন্তু এ আইনের ফাঁক গলে অনেকেই পার পেয়ে যাচ্ছেন। যে কারণে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের এই আইন আরও কঠোর করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার।
বিদ্যমান নিয়মে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করতে গিয়ে ধরা পড়লে তাঁদের লাইসেন্সে ৬ পয়েন্ট দেওয়া হবে এবং ২০০ পাউন্ড (২০ হাজার টাকা) জরিমানা গুনতে হয়। বিদ্যমান নিয়মে ফোন হাতে নিয়ে কল করা, কথা বলা এবং টেক্সট বিনিময় করাকে মোবাইল ব্যবহার হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। যে কারণে গাড়ি চালানোর সময় যারা ইন্টারনেট বা ফেসবুক ব্রাউজ করেন, গানের প্লে লিস্ট চেক করেন এবং ছবি ও ভিডিও ধারণ করেন তারা বিদ্যমান আইনের ফাঁক গলে শাস্তি থেকে পার পেয়ে যাচ্ছেন।
সরকারের তরফ থেকে বলা হয়েছে, আইনে গাড়িতে মোবাইল ব্যহারের যে সংজ্ঞা নির্নয় করা হয়েছে সেটি পরিবর্তন করে, ছবি তোলা, ভিডিও ধারণ, ইন্টারনেট ব্রাউজ সহ মোবাইলের সকল প্রকার ব্যবহারকে এর আওতাভুক্ত করা হবে।
২০১৭ সালের মার্চে প্রয়োগ শুরু করা বর্তমান আইনে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারের সাজা তিন পয়েন্ট থেকে বাড়িয়ে ৬ পয়েন্ট এবং সেইসঙ্গে জরিমানা ১০০ পাউন্ড থেকে বাড়িয়ে ২০০ পাউন্ড করা হয়। একই অপরাধের জন্য আদালত এক হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা করতে পারে।
কিন্তু আইনে মোবাইল ব্যবহারের সংজ্ঞার দুর্বলতার কারণে অনেকেই গাড়ি চালানোর সময় মোবাইলে ইন্টারনেট ব্রাউজসহ নানা কাজ করে পার পেয়ে যাচ্ছে। ঠিক কবে সংশোধীত আইন চালু হবে তা জানা যায়নি। তবে সরকার শিগগরই এটি করার ঘোষণা দিয়েছে।