গোয়াইনঘাটে বন্যাদুর্গতদের মাঝে ভেড়া ছাগল বিতরণ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৫:০৭:৪৬,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০২২সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্যাদূর্গত এলাকায় ইউএসএআইডি’র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ভেড়া ছাগল বিতরণ করা হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাতারগুল বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা সংলগ্ন বননির্ভরশীল বন্যাদুর্গত চলিতাবাড়ি গ্রাম সংরক্ষণ দলের অন্তর্ভুক্ত ৭টি পরিবারকে বিকল্প আয়ের উৎস্য হিসেবে ২টি করে ভেঁড়া প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকার সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুব আলম, প্রতিবেশ প্রকল্পের এনআরএম অ্যান্ড পিএ ম্যানেজমেন্ট অফিসার আশরাফুল ইসলাম, সাইট অফিসার মোস্তফা হায়দার মিলন। এছাড়াও এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইউএসএআইডি’র প্রতিবেশ প্রকল্পের সহযোগিতায় উপজেলার বিভিন্ন গ্রামে ধারাবাহিকভাবে ইতোমধ্যে ৯১টি পরিবারের মাঝে ১৫টি করে হাঁস ও ৩০কেজি করে হাঁসের খাবার, ৩টি পরিবারকে চা দোকান এবং বুধবার ৭ জনকে ভেঁড়া পালন সহ মোট ১০১ টি পরিবারের মধ্যে আয়বর্ধনমূলক উপকরণ বিতরণ করা হয়েছে।
আয়বর্ধনমূলক কার্যক্রমের মাধ্যমে বন্যাসৃষ্ট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে ইউএসএআইডি এর অর্থায়নে ইকোসিস্টেমস/ প্রতিবেশ প্রকল্পের ক্রাইসিস মডিফায়ার ফান্ডের সহায়তায় সিলেট ও গোয়াইনঘাট উপজেলার এওলারটুক, বাইমারপাড়, বেতেরকোনা, চলিতাবাড়ী, জলুরমুখ ও মহেষখের সহ ৬টি গ্রামের ১৬৮টি পরিবারকে পর্যায়ক্রমে আয়বর্ধনমূলক জীবিকায়নের জন্য তাদের চাহিদা মাফিক বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হবে। সহ-ব্যবস্থাপনা কমিটি, রাতারগুল বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ও বন বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
৬টি গ্রামের উপকারভোগীদের মধ্যে ৯১ জন হাঁসপালন ৬৪ জন ভেড়া পালন ও ১১ জন চা দোকান ও মুদি দোকান, ১জন সেলাই মেশিন এবং ১জন ঘর মেরামতের জন্য সহযোগিতা পাবেন। রাতারগুল এলাকার চলিতাবাড়ী বাজার সংলগ্ন গ্রামে উক্ত ভেড়া বিতরণ অনুষ্ঠিত হয়।