গোলাপগঞ্জ পৌর আ.লীগের নব নির্বাচিত সভাপতি-সম্পাদককে যুক্তরাজ্য যুবলীগের অভিনন্দন

আব্দুল হামিদ নাছার লন্ডন:
প্রকাশিত হয়েছে : ২:০৫:৫০,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯
সিলেটের গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলনে নবনির্বাচিত সভাপতি পৌর মেয়র, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম রাবেল ও সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা রুহেল আহমদকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান।
গত মঙ্গলবার গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহেল আহমদ নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া সম্মেলন ও কাউন্সিল চলে রাত ১১টা পর্যন্ত। কাউন্সিল শেষে রাত ১১টায় সম্মেলনটির ফলাফল ঘোষণা করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক।
এতে সভাপতি পদে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল ছাড়াও প্রার্থী ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক আহমদ, আরিফ চৌধুরী কফি, মুবিন জায়গীরদার, সাবেক ছাত্র নেতা আব্দুল আহাদ বাবলু। জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা এ পদে সকলকে সমঝোতা করতে আহবান করলে এক পর্যায়ে তারা পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলকে সমর্থন দিয়ে দেন।
সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের মধ্যে ভোট গ্রহণ হয়। কাউন্সিলরদের ৮২ ভোট পেয়ে নির্বাচিত হন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রুহেল আহমদ।
এ পদে আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর এম ফজলুল আলম পেয়েছেন ৪৬টি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান পেয়েছেন ৩৮টি ভোট, আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ৯টি এবং সুহেল আহমদও পেয়েছেন ৯টি ভোট।
যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফকরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান,নব নির্বাচিত এই কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন ।