গোয়ালাবাজারের মেডিকেয়ারসহ সিলেটের পাঁচ প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি:
প্রকাশিত হয়েছে : ১০:১৭:১১,অপরাহ্ন ২০ জুলাই ২০২২মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওষুধের মোড়ক ব্যবহার না করা, মূল্য প্রদর্শন না করা এবং চড়া দামে পণ্য বিক্রির অপরাধে সিলেটের পাঁচ প্রতিষ্ঠানকে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ জুলাই) সিলেট নগরের বিভিন্ন এলাকা এবং ওসমানীনগরের গোয়ালাবাজারে পৃথক অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট কার্যালয় ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর যৌথ অভিযান চালায়।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে ‘মেডিকেয়ার ডায়াগনোস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে’ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছিল। এছাড়াও ওষুধের মোড়ক ব্যবহার করছিলো না কর্তৃপক্ষ। অভিযানকালে এমন অপরাধের প্রমাণ পেয়ে এই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৯ এর অ্যাডিশনাল এসপি লুৎফুর রহমান ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
এদিকে, জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় সিলেটের মির্জাজাঙ্গাল, মেডিকেল রোড, তেমুখি ও রিকাবিবাজারে অভিযান পরিচালনা করে। মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ইত্যাদি অপরাধের জন্য ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চার প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করে।
এর মধ্যে মির্জাজাঙ্গাল এলাকায় দুইটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা, মেডিকেল রোডে ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার, রিকাবিবাজারে ১টি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা, তেমুখি পয়েন্টে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ, বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। অভিযানে সহায়তা করেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, কনজুমার্স অ্যাসোয়িয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বাজার কমিটির সদস্যরা।