গোয়ালাবাজারে চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১:০৬:০৬,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২২ওসমানীনগরের গোয়ালাবাজার ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল কুদ্দুছ শেখ স্থানীয় সাংবাদিকদের সাথে নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলার তেরহাতি গ্রামে তার নিজ বাড়িতে মতবিনিময় সভায় তিনি বলেন, সুষ্টভাবে ভোট হলে আমার বিজয় হবে ইনশাহআল্লাহ। কিন্তু ইতোপূর্বে আমার কর্মীদের গাড়ি ভাংচুর করা হয়েছে এবং আমার কর্মীদের হুমকী দেয়া হচ্ছে। এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। যাতে ভোটাররা স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে। আমি খবর পাচ্ছি ভোটের দিন সেন্টারে ভোটারদের প্রকাশ্যে টেবিলে ভোট দেয়ার জন্য চাপ প্রয়োগ করা হবে। একটি নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণ করতে আমি প্রশাসন,মিডিয়াসহ সকলের সহযোগিতা কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন, আব্দুল কুদ্দুছ শেখ এর ছোট ভাই আব্দুস সালাম শেখ, আব্দুশ শাহিদ শেখ, ছেলে শেখ কবির আহমদ পলাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মুহিব হাসান, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কবির আহমদ, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, প্রচার প্রকাশনা সম্পাদক রনিক পাল শ্রাবন, সদস্য আনোয়ার হােসেন আনা, সিতু সূত্র ধর, সাংবাদিক ইউনিয়নের সদস্য সৈয়দ মুছলেহ উদ্দিন প্রমূখ।