গোয়ালাবাজার ইউপি ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:০০:০৪,অপরাহ্ন ১১ নভেম্বর ২০১৯সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার বিকেলে দিবসটি উপলক্ষে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ছাদিয়া তাসনিম সুমা ও মোঃ রায়হান আলী’র উদ্যোগে কেক কাটা আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ছামাদ, তছন মিয়া, জাহাঙ্গীর আলম, জামাল মিয়া, ইউপি সচিব মো.শামসুল আলম সাংবাদিক উজ্জ্বল ধর, আব্দুল মতিন, আনোয়ার হোসেন আনা, জয়নাল আবেদীন, কয়েছ মিয়া, কবির আহমদ প্রমুখ।
আলোচনায় বক্তারা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সেবায় সন্তুষ্টি অর্জন করে প্রতিটি মানুষকে আন্তরিকভাবে সেবা প্রদানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।