ঘরোয়া ক্রিকেটে কার বেতন কত ?

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২:৩৩:০৫,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশিরভাগ দাবি-দাওয়া মেনে নেয়ায় ধর্মঘট প্রত্যাহার করেছেন ক্রিকেটাররা। শুক্রবার ভারত সফরের জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন সাকিব-তামিমরা। শনিবার পুনরায় শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।
এর আগে গেল সোমবার ১১ দফা দাবিতে আন্দোলনে নামেন ক্রিকেটাররা। দাবিগুলোর অন্যতম ছিল ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো। ইতিমধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের কার বেতন কত- আপনারা জেনে গেছেন। স্বাভাবিকভাবেই কৌতূহল জাগতে পারে- ঘরোয়া ক্রিকেটারদের বেতন কত? সেটি কি আদৌ যুক্তিযুক্ত? এর উত্তর অনুসন্ধানে সামান্য প্রয়াস চালানো হলো-
দেশে প্রথম শ্রেণির ক্রিকেটের টুর্নামেন্ট হয় দুটি। একটি জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এবং আরেকটি বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। এনসিএলে প্রতি ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটাররা পারিশ্রমিক পান ৩৫ হাজার টাকা। আর অনভিজ্ঞ ক্রিকেটাররা পান ২৫ হাজার টাকা। সেটি বাড়িয়ে যথাক্রমে ৪০ ও ৩০ হাজার করা হবে বলে শোনা যাচ্ছে। বিসিএলে একটি ম্যাচে অভিজ্ঞ ক্রিকেটাররা ম্যাচ ফি পান ৪০ হাজার টাকা। চাউর হয়েছে, সেটি বাড়িয়ে ৫০ হাজার করা হবে।
এনসিএলে সব ম্যাচে একাদশে থাকলেও একজন ক্রিকেটার সর্বোচ্চ খেলতে পারেন ৬ ম্যাচ। বিসিএলে সর্বোচ্চ ৬ ম্যাচ, কখনও ৩ ম্যাচ। স্বভাবতই সব ম্যাচ খেলা ক্রিকেটারের আয়ও যথেষ্ট নয়।
অধিকন্তু ঘরোয়া ক্রিকেটের শীর্ষ ক্রিকেটাররা বেশি ম্যাচ খেলার সুযোগ পান। বেশিরভাগ তরুণ বা উঠতি ক্রিকেটারের সেভাবে ম্যাচ খেলার সুযোগ হয় না। কারণ এখানেও জয়টা মুখ্য হয়ে দাঁড়ায়। এর মধ্য থেকে যে আয় করেন, তা থেকে আবার ২০ শতাংশ হারে আয়কর দিতে হয় তাদের।