ছাতকে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ছাতক প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১:৩১:৪৬,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯ছাতকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রাহেলা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রাহেলা বেগম উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের মাস্টার নজরুল ইসলামের (নজন মাস্টার) স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অন্যান্য দিনের মতো বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান বৃদ্ধা রাহেলা বেগম। এক সময় পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। এদিকে, ঘন্টা পেরিয়ে গেলেও রাহেলা বেগমের ঘরে ফিরতে দেরি দেখে সন্দেহ হয় স্বজনদের। তাৎক্ষণিক তার স্বজনরা পুকুরে খোঁজতে গিয়ে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।