ছাতকে লাফার্জহোলসিম এর ত্রাণ বিতরণ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৫:৪৯:৩৯,অপরাহ্ন ০৭ জুলাই ২০২২সুনামগঞ্জের ছাতক উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে তৃতীয় পর্যায়ে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। এই পর্যায়ে ছাতকের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এর আগে দুই ধাপে পাঁচ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (৭ জুলাই) কোম্পানির কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারে প্রধান অতিথি হিসেবে জরুরী খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ছাতক পৌরসভার মেয়র মোঃ আবুল কালাম চৌধুরী।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে মেয়র মোঃ আবুল কালাম চৌধুরী লাফার্জহোলসিমকে ছাতকবাসীর পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ জানান এবং বলেন, “বানভাসি মানুষগুলোর বিপদের দিনে এগিয়ে আসায় আমরা লাফার্জহোলসিম এর কাছে কৃতজ্ঞ।”
খাদ্য সামগ্রী পেয়ে খুশি নোয়ারাই এর মোফাজ্জেল মিয়া। তিনি বলেন, সারা মাস ধরেই লাফার্জহোলসিম ত্রান বিতরণ করে চলেছে। আমার পরিবারকে এখন আর অনাহারে দিন কাটাতে হবে না। একই গ্রামের বাসিন্দা সমিরুননেসা। তিনি জানান এলাকার মানুষের বিপদে লাফার্জহোলসিম সবসময়ই পাশে দাড়িয়েছে। কোম্পানি সারা বছর বিনামূল্যে তাদের চিকিৎসা সেবা দিচ্ছে এবং ছেলে মেয়েদের পড়াশুনা করাচ্ছে। বন্যার সময় তারা আমাদের নিরাপদ আশ্রয়ও দিয়েছিল।
খাদ্য সামগ্রী বিতরণের সময় কোম্পানির হেড অব ইন্ডাস্ট্রিয়াল অপারেশনস এবং সুরমা প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং সহ অন্যান্য কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।