ছাতকে হত্যা মামলার আসামী গ্রেফতার

ছাতক প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:৫৬:৫০,অপরাহ্ন ০৬ আগস্ট ২০২২সুনামগঞ্জের ছাতকে কলা গাছ কাটা নিয়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহত হন শফিক আলী। এ হত্যাকাণ্ডের মূলহোতা জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ২১ দিন পর গত বৃহষ্পতিবার রাতে বিশ্বনাথ থেকে ছাতক ও বিশ্বনাথ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। সে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের নোয়ারাই গ্রামের শামিম মিয়ার বাড়িতে আত্নগোপনে ছিলো।
শনিবার সকালে সুনামগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামী জামাল উদ্দিনকে হাজির করা হলে সে আদালতে শফিক আলী হত্যাকান্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। নিহত শফিক আলী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা (পুর্বপাড়া) গ্রামের মৃত আনিছ আলীর পুত্র।
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জুলাই সকালে বাড়ির সীমানায় একটি কলাগাছ কাটা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন শফিক আলী (৫০)। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু ঘটে। হত্যাকান্ডের একদিন পর নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে গ্রামের জামাল উদ্দিন, সেনুমালাসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় সেনুমালাকে পুলিশ আগেই গ্রেফতার করেছে। মামলার ৩ আসামী বর্তমানে পলাতক। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোশারফ হোসেন জানান, হত্যা মামলায় এ পর্যন্ত ২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, হত্যাকাণ্ডের মুলহোতা জামাল উদ্দিনকে গ্রেফতার করে শুক্রবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়। শনিবার আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।