জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ১০:৪৫:০৯,অপরাহ্ন ০৬ আগস্ট ২০২২জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ২০২২/২৩ কার্যকরি কমিটির প্রথম সভা গত মঙ্গলবার (২ আগস্ট) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মল্লিক শাকুর ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: সেলিম রহমানের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোষাধক্ষ্য মৌলানা মমিনুর রশিদ।
ট্রাস্টের নিজস্ব রিসোর্স সেন্টার সহ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন নতুন কমিটির সদস্য বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যন হাফিজুর রহমান, সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সর্ব হরমুজ আলী, কাউন্সিলার হুমায়ুন কবির, কাউন্সিলার ফজলুর রহমান আকিক, ডঃ মোহাম্মদ আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক চেয়ারম্যন এম এম নুর। সভায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।