জন্মদিন

বজলুর রশীদ চৌধুরী :
প্রকাশিত হয়েছে : ৬:৪৮:১১,অপরাহ্ন ০৪ আগস্ট ২০২২এইদিনে আমি জন্ম নিলাম এলাম ধরার পর,
মায়ের কোলে ঠাঁই আমার মায়ের কোলই ঘর।
আত্মীয় স্বজন সবাই খুশী-খুশী জন্মদাতা
খুশীর জোয়ারে ভাসছে সকল-খুশী আপন মাতা।
পাড়া পড়শী আরো খুশী করছে বলাবলি
শুভ দিনে জন্ম ছেলের যেন ফুলের কলি।
তেসরা আগস্ট জন্ম আমার মায়ের অসুখ
মা আমার বলতেন এতে পেতেন অনেক দুখ।
জনম আমার সফল হোক দেশের সেবা করি
এই দোয়া করবেন সবে হৃদয় ও মন ভরি।
বাংলা আমার ধ্যানের ছবি বাংলা আমার প্রাণ
বাংলার কোলে জন্ম নিয়ে গাই বাংলার গান।
দেশবাসী ও পর প্রবাসী বন্ধু বান্ধব যত
সালাম আদাব নিবেন সবে দোয়া শত শত।
লেখক : মিশিগান, যুক্তরাষ্ট্র।