জাস্টিন ট্রুডোকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ২:১৭:০১,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯কানাডায় সদ্যসমাপ্ত নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এজন্য ট্রুডোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রুডোকে পাঠানো অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘আমার বিশ্বাস, এই বিজয় আপনার বৈশ্বিক নেতৃত্বের সত্যিকারের স্বীকৃতি।’
মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী অভিনন্দন বার্তায় বলেন, ‘বাংলাদেশ সবসময়ই কানাডার সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনার বাবা কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী পিয়ের এলিয়ট ট্রুডোর অমূল্য অবদানকে বাংলাদেশের জনগণ গভীরভাবে স্মরণ করে। তখন থেকে আমাদের জনগণকে সার্বজনীন উদারনৈতিক আদর্শ এবং সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে ঘনিষ্ঠ রেখে চলছি। আপনি ২০১৫ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে। রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় সক্রিয় এবং অব্যাহত সহযোগিতার জন্যও আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।’
২০১৫ সালে দেশটির ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায়