জুড়িতে বিট পুলিশের দুটি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৪:২৬:০৯,অপরাহ্ন ২৫ জুলাই ২০২২মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সম্প্রসারিত বিট পুলিশিং দু’টি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ জুলাই) জুড়ি থানার ২নং বিট পুলিশের আওতাধীন জুড়ি বাজার এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চুরি, ছিনতাই, মাদক কারবারি ও মাদক সেবিদের তথ্য থানা পুলিশকে জানানো ও রাত্রিকালিন বাজারের পাহাড়াদারদের সংখ্যা বাড়িয়ে ও রাত্রিকালিন টহলরত পুলিশকে সহায়তার জন্য বাজার কমিটি, ব্যবসায়ীনেতৃবৃন্দের প্রতি আহবান জানান জুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী। সেই সাথে কোন সন্দেহজনক ব্যক্তিকে এলাকায় অযথা ঘুরাঘুরি করতে দেখা গেলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা টহল পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন জুড়ি থানার ওসি। সভায় জুড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, পশ্চিম জুড়ি চেয়ারম্যান আনফর মিয়াসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন।
একইদিনে, জুড়ির সীমান্তবর্তী ৭নং ফুলতলা ইউনিয়নের ৫ বিট পুলিশিং সভায় ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মো: মাসুক আহমদ ও ইউপি সদস্য সদস্যাবৃন্দ, এলাকার ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় জুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্ন্য়ন, চুরি, ছিনতাই, মাদক কারবারি ও মাদক সেবিদের তথ্য তাৎক্ষনিক থানা পুলিশকে জানানো আহবান জানান। সেসময় জুড়ি থানার ওসি তদন্ত, বিট পুলিশের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যগন উপস্থিত ছিলেন।