জুড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:২০:৪২,অপরাহ্ন ২৫ জুলাই ২০২২মৌলভীবাজারের জুড়ীতে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদে” জাতীয় মৎস্য সপ্তাহ -২০২২ উপলক্ষে (২৩ জুলাই হতে ২৯ জুলাই) উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
তাছাড়া মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ এর পুকুরে মাছের পোনা অবমুক্ত করা ও বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর জুড়ীর উদ্যোগে রবিবার (২৪ জুলাই) সকাল ১২ ঘটিকায় স্থান উপজেলা পরিষদ মিলনায়তন জুড়ী। উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এ মুঈদ ফারুক চেয়ারম্যান উপজেলা পরিষদ জুড়ী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী,মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী উপজেলা মৎস্য অফিসার আবু ইউসুফ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী মৎস্য চাষী, উপজেলা মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।