জুড়ীর ফুলতলা সীমান্ত দিয়ে অবাদে আসছে ভারতীয় নানা পণ্য

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৩:২৪:৩৮,অপরাহ্ন ২৮ জানুয়ারি ২০২২মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা সীমান্ত দিয়ে অবাদে ভারতীয় মহিষ ও নানান মালামাল বাংলাদেশে প্রবেশ করছে।
এইর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) গভীর রাতে এ সীমান্ত দিয়ে ৫টি মহিষ বাংলাদেশে প্রবেশ করে। সকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের বটনী ঘাট এলাকায় এক ব্যবসায়ির বাড়ীতে মহিষগুলো পাওয়া যায়।
স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা জুড়ী বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে মোকামবাড়ী ও শিলুয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে গিয়ে সকাল ৯ টায় মহিষগুলো ও ১টি মোটরসাইকেল নং- মৌলভীবাজার-ল-১১-০৬৫১ আটক করেন। পরে মহিষগুলো জুড়ী বেতুলী স্থল শুল্ক ষ্টেশনে জমা না দিয়ে বিনা মাইকিংয়ে শিলুয়া খেয়াঘাটের পাশে ৪টি মহিষ নিলামে ৩ লাখ ৩৭ হাজার ৫শ টাকায় বিক্রয় করে বিজিবি সদস্যরা। বিক্রয়ের টাকাগুলো ও মোটরসাইকেল জুড়ী বেতুলী স্থল শুল্ক ষ্টেশনে রাত ৮ টা বাজলেও জমা দেননি বিজিবি সদস্যরা।
এব্যাপারে জানতে চাইলে শিলুয়া বিজিবি সুবেদার মালেক উদ্দিন বলেন, আমরা ব্যস্ত আছি পরে কথা বলবো। জুড়ী বেতুলী স্থল শুল্ক ষ্টেশন কর্মকর্তা সজিব পাল বলেন, রাত ৮ টা ৩০ মিনিটে আমার নিকট বিজিবি সদস্যরা ১টি মোটরসাইকেল নিয়ে এসে জমা দিয়েছেন।