টস কান্ডে ক্ষমা চাইলেন হ্যারি ম্যাগুয়ার

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২:২৪:৫৪,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯
ফুটবল খেলায় অধিনায়কদের এমনিতে খুব বেশি দায়িত্ব পালন করতে হয় না। যে কোনো ম্যাচ শুরুর আগে টস করা একটি স্বাভাবিক প্রথা। কিন্তু টসের কথাই যদি ভুলে যান অধিনায়ক তাহলে কেমন হবে? সম্প্রতি এমন ঘটনাই দেখা গেছে ইউরোপা লিগের ম্যাচে। টস কান্ডে এমন ভুলের জন্য ম্যাচ শেষে হাসিমুখে ক্ষমা চান ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার।
ইউরোপা লিগে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে পার্টিজানের মুখোমুখি হয়েছিল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বেলগ্রেডের মাঠে ম্যাচ শুরুর আগে টস করতে অধিনায়কদের ডাকেন রেফারি জাভিয়ের এস্ট্রাডা ফার্নান্দেজ। পার্টিজানের অধিনায়ক উপস্থিত থাকলেও ম্যান ইউ ক্যাপ্টেনকে খুঁজে পাচ্ছিলেন না রেফারি।
এসময় ম্যাগুয়ারকে নিজের সতীর্থদের সঙ্গে গল্প করতে দেখা যায়। তাকে কয়েকবার ডেকে দৃষ্টি আকর্ষণ করলেও তিনি বুঝতে পারেননি কেন তাকে ডাকা হচ্ছে। একটু পর ম্যাগুয়ার বুঝতে পারছেন এ ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড তার হাতে। তখন তিনি দৌড়ে চলে আসেন ও ম্যাচের অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করেন।
এ ঘটনা ব্যাপক হাস্যরসের জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। হ্যারি ম্যাগুয়ার নিজেও মজা পেয়েছেন ব্যাপারটিতে। নিজের টুইটারে পোস্ট করে তিনি লিখেন, শেষবারের মতো আমি এমন ভুল করছি। বহুদিন পর এমন কিছু হলো। এছাড়া ম্যাচ পরবর্তী ইন্টারভিউয়ে হাসিমুখেই নুজের ভুল স্বীকার করে ক্ষমা চান ম্যানইউ তারকা।
ম্যাচটি জিততে অবশ্য যথেষ্ট কষ্ট করতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। দুর্বল পার্টিজানের বিপক্ষে ম্যাচের একমাত্র গোল আসে পেনাল্টি থেকে। ৪৩ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে বাঁচিয়েছেন মার্শিয়াল।