ট্রেন দুর্ঘটনা: হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিহত

হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১:০৮:২১,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন ট্রেনের সাথে ঢাকাগামী তুর্ণানিশিথা ট্রেনের সংঘর্ষে নিহত হয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি আলী মো. ইউসুফ নিহত হয়েছেন।
তিনি সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী আন্ত:নগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ট্রেন দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউস মো. ইউসুফ নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী তূর্ণা নিশিথা ও সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর তদন্তে ৩টি কমিটি গঠন করা হয়েছে।