তহুর আলী দয়ামীর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি নির্বাচিত

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ২:০৯:১৭,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৯দয়ামীর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি নির্বাচিত হয়েছেন তহুর আলী। শুধুমাত্র সভাপতি পদে আজ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে তহুর আলী তালাচাবী মার্কায় ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সভাপতি প্রার্থী অপর প্রার্থী আবুল ফয়েজ মই মার্কা নিয়ে পান মাত্র ২৫ ভোট। ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যান্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।
আজ রবিবার লন্ডন সময় দুপুর ১২ টায় শুরু ভোট গ্রহন শুরু হয়ে চলে টানা ৬ টা পর্যন্ত। ২৮৪ টি ভোটের মধ্যে ১৪২ জন ট্রাস্টি তাদের ভোট প্রদান করেন। একটি ভোট বাতিল হয়।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, চেয়ারম্যান প্রফেসর মোহাম্মেদ মাসুদ আহমেদ, সেক্রেটারী ছহুল এ মুনিম, ট্রেজারার জামাল আহমেদ খান।
নবনির্বাচিত সভাপতি তহুর আলী সুরমা নিউজ ডট নেটকে বলেন, আজকে যেভাবে আমাকে সভাপতি নির্বাচিত করে সম্মান দেখিয়েছেন আমি সবার কাছে কৃতজ্ঞ । সবার কাছে দোয়া ও সহযোগীতা চাই আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি।