তাজপুর কদমতলা জামে মসজিদের জন্য ইমাম আবশ্যক

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১:৪৬:৩৯,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯ওসমানীনগরের তাজপুর কদমতলা জামে মসজিদের জন্য জরুরী ভিত্তিতে কামিল/টাইটেল পাস এবং ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সুললিত কন্ঠের অধিকারী, সুবক্তা (দক্ষ ওয়াইজ) ইমাম আবশ্যক। প্রার্থীকে অবশ্যই আমলে,লেবাসে তথা চালচলনে সুন্নতের পাবন্ধ হতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে নিম্নে বর্ণিত ঠিকানায় আবেদন পত্র জমা দিতে হবে।
মোতাওয়াল্লি
প্রফেসর মিফতাহ উদ্দিন আহমেদ
তাজপুর কদমতলা জামে মসজিদ
হাজী ছগীর মোহাম্মদ এস্টেট,ই,সি নং ৪৬৬৩
তাজপুর, ওসমানীনগর সিলেট।
মোবাইল ০১৭১৫-৬৪৩৫০৫
০১৮১৯-৬৫৯৮৩৯