তাপে পুড়ছে ব্রিটেন, পুরো ইউরোপ জুড়ে এখন স্থির গরম বাতাস

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ৯:৩৬:৫৮,অপরাহ্ন ১৩ জুলাই ২০২২ব্রিটেনে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ যুক্তরাজ্যে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এমন উত্তপ্ত তাপমাত্রা বা হিটওয়েভ জুলাই এবং আগস্ট জুড়ে থাকতে পারে। অন্যদিকে পুরো ইউরোপ জুড়ে এখন স্থির গরম বাতাসের সাথে অধিক তাপমাত্রা বিরাজ করছে।
এদিকে ব্রিটিশ আবহাওয়া অফিস এই হিটওয়েভে সবার জন্য স্বাস্থ্য সর্তকতা জারি করা হয়েছে। এমনকি অনেক সুস্থ ও স্বাভাবিক স্বাস্থ্যের মানুষও এই হিটওয়েভে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর আগে গত রবিবার এবং সোমবার ব্রিটেনে ‘অ্যাম্বার’ তাপ সতর্কতা জারি করা হয়েছিল।
গতকাল সারে, উইসলে তাপমাত্রা ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পর আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়া খানিকটা শীতল হবে বলে আশা করা হচ্ছে। এদিকে কিছু সুপার কম্পিউটার মডেল এই সপ্তাহান্তে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস হবে বলে জানিয়েছে। যদিও আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার সম্ভাবনা কম। ২০১৯ সালে কেমব্রিজে তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। যা ছিল ব্রিটেনের ইতিহাসে রেকর্ড তাপমাত্রা। তবে এবার সেই রেকর্ড ভেঙে যাওয়ার প্রায় ৩০ পারসেন্ট সম্ভাবনা রয়েছে। এদিকে এমন তাপমাত্রায় শ্রেণীকক্ষ এবং অফিস খুব গরম হলে কিছু স্কুল এবং কর্মস্থল বন্ধ ঘোষণা করা হতে পারে।
অন্যদিকে ব্রিটিশ নেটওয়ার্ক রেল সতর্ক করে জানিয়েছিল যে, চলাচলের ক্ষেত্রে গতির বিধিনিষেধ চালু থাকবে। আরএসি বলছে, সোমবার ব্রেকডাউন ১০ শতাংশ বেড়েছে কারণ গাড়িগুলো সঠিকভাবে কাজ করছে না।
আরএসি এর মুখপাত্র রড ডেনিস বলেন, আশঙ্কা অনুযায়ী যদি তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায় তবে মানুষের গাড়ি চালানোর বিষয়ে বিধিনিষেধ আরোপ করা উচিত।
জানা গেছে, হ্যাম্পশায়ার এবং লিঙ্কনশায়ারের কাউন্টি কাউন্সিলগুলো তাদের রাস্তার উপর বালি ছড়িয়ে দেওয়ার জন্য গ্রিটার পাঠাবে এবং সেগুলো গলানোর চেষ্টা করবে যাতে রাস্তার তাপমাত্রা কমে যায়। এদিকে ব্রিটিশ ইউটিলিটি সংস্থাগুলো পরিবারগুলোকে পানি সংরক্ষণের জন্য অনুরোধ করা করেছে। গতকাল একটি বিস্ফোরণের পর কেন্টের আইল অফ শেপ্পিতে ২০ হাজার বাড়ি পানিবিহীন হয়ে পড়ে।