ত্রাণের অপ্রতুলতা নিয়েও মানুষের দ্বারে দ্বারে সাহেদ আহমদ ভিপি মুছা

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:১০:৩৭,অপরাহ্ন ০১ জুলাই ২০২২খাদ্য সহায়তা নিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলার ২নং সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুছা বানভাসি মানুষের দ্বারে দ্বারে ছুঁটছেন ক্লান্তিহীনভাবে।
বন্যার শুরু থেকেই তিনি সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত সহায়তা নিয়ে বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দুর্গত প্রতিটি এলাকায় ত্রাণ পৌঁছে দিতে।
সুরমানিউজ টুয়েন্টিফোর ডট নেট প্রতিনিধির সাথে আলাপকালে তিনি জানান, আমরা ইউনিয়ন পরিষদের জনসংখ্যা প্রায় পঞ্চান্ন হাজার। জনসংখ্যার তুলনায় সরকারি সহায়তা খুবই অপ্রতুল। সরকারি ত্রাণ দিয়ে মোট বন্যাক্রান্ত জনসংখ্যার ১০ভাগ মানুষকেও সহায়তা করা সম্ভব নয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানবিক মানুষেরা সাহায্যের হাত বাড়িয়ে না দিলে আমার ইউনিয়নের বানভাসি মানুষেরা চরম খাদ্য সংকটে পরে যেতো।
সারাদেশে ত্রাণ সহায়তাকারী সকল প্রতিষ্ঠান, সংগঠন ও মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। অনেকের বাসায় খাবার নেই। তারা খাবার পেয়ে খুবই আনন্দিত হয়েছেন। দুর্যোগপূর্ণ সময়ে মানুষের পাশে দাঁড়ানোই আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
সরেজমিন দেখা যায়, কোথাও ডিঙি নৌকা দিয়ে, কোথাও ইঞ্জিন চালিত নৌকা কিংবা কোথাও কোমর সমান পানিতে নেমে তিনি মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিচ্ছেন।