দক্ষ যুব সমাজ দেশের সম্পদ

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১১:৪০:৫৮,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার বলেছেন, দক্ষ যুব সমাজ দেশের প্রকৃত সম্পদ। শুধুমাত্র সনদধারী শিক্ষিত হলে চলবেনা। যুব সমাজকে পড়ালেখার পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে। জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি।
দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১নভেম্বর) বিকাল ৪টায় ওসমানীনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং এফআইভিডিবি’র সহযোগিতায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা হলরুমে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম সরকার।
সভায় বক্তব্য রাখেন, এফআইভিডিবি’র উপজেলা সংঘ প্রকল্প প্রধান সাবিকুন নাহার, যুব কল্যাণ পরিষদ কর্মকর্তা আব্দুস শহিদ, গোয়ালাবাজার যুবসংঘের সভাপতি রিপা বেগম, এফআইভিডিবি কর্মকর্তা সুমন আহমদ প্রমূখ।