দিরাইয়ের সঞ্জিত কুমার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি

দিরাই প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:৩৮:৫৪,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯সুনামগঞ্জ জেলার দিরাইয়ের সন্তান সঞ্জিত কুমার রায় বিপিএম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) হিসেবে মনোনীত হয়েছেন ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে তার নাম ঘোষণা করে তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ইন্টেলিজেন্স) জিহাদুল কবির ও ঢাকা রেঞ্জের সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী, ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ১৩টি জেলার পুলিশ সুপার।
এর আগে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতির জন্য ২০১৮ সালেও তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা পদক বিপিএম-সেবা পদকে ভূষিত হন।
বর্তমানে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, এই অর্জন আমার একার নয়। টাঙ্গাইল জেলা পুলিশের প্রতিটি সদস্য এই সফলতার ভাগিদার। টাঙ্গাইল জেলা পুলিশের প্রতিটি সদস্য আরো উৎসাহ উপদ্দীপনা নিয়ে কাজ করে জেলা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা।