দিরাইয়ে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই : ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

দিরাই প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:৩৫:৫৭,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯বুধবার দিবাগত মধ্য রাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। জানা যায় ভাটিপাড়ার গ্রামের খলাহাটির মিয়াধন মিয়ার রান্না ঘরের চুলায় থেকে আগুনের সূত্রপাত হয়, মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, বসতঘরে ঘুমন্ত নারী-পুরুষ বের হয়ে আসলেও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। একপর্যায়ে আগুন পাশের দুটি ঘরে ছড়িয়ে পড়ে, পরে মসজিদের মাইকে আগুন নিভানোর জন্য আহ্বান জানালে গ্রামের লোকজন এসে আগুন নিভানোর আপ্রাণ চেষ্টা করেও শেষরক্ষা করতে পারেননি। ৩ টি বসতঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
কান্না জড়িত কন্ঠে ক্ষতিগ্রস্থ সাহেনুর মিয়া বলেন, দু’দিন আগে আমি ব্যবসার জন্য ব্র্যাক থেকে ৭০ হাজার টাকা ও আমার ছোট ভাই জাহেনুর ৩০ হাজার টাকা লোন তুলি, ওই টাকা সহ ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
সর্বস্ব হারিয়ে পাগল প্রায় সাহেনুর আরো বলেন, আমি আগামীকাল ব্যবসার মালপত্র কিনতে লেপসিয়া বাজারে যাওয়ার জন্য ৭০ হাজার টাকা লোন তুলে ঘরে ট্রাংকে রেখেছিলাম কিন্তু একটি টাকা ঘর থেকে আনতে পারিনি, ছেলে-মেয়েদের নিয়ে কোনরকম ঘর থেকে বের এসেছি।
ক্ষতিগ্রস্থ মিয়াধন মিয়া বলেন, আমাদের ৩ টি পরিবারের যা কিছু ছিল সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে গেছি আমরা। আমাদের মাথা গুজার ঠাঁই নেই। এতোবড় দুর্ঘটনায় এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে কেউ আসেনননি।
তবে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী সিরাজ ও ৪ নং ওয়ার্ড মেম্বার রাছিন আহমেদ চৌধুরী পক্ষ থেকে শাড়ি লুঙ্গি ও ৩ বস্তা চাউল দিয়েছেন।