দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০

দিরাই প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ৬:০২:২৬,অপরাহ্ন ০৪ নভেম্বর ২০১৯দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষের উভয় পক্ষের নারীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ২টায় উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
জানা যায় আলীনগর গ্রামের আবুল খায়ের ও নূরুল আমিনের লোকজনদের মধ্যে বাড়ির রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল এরই জেরধরে উভয় পক্ষ সোমবার দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আবুল খায়ের পক্ষের আহতরা হলেন আবুল কাশেম (৫২) , নজরুল, (৪০) , সালেক মিয়া (৬০), ছফিননুর (৩২), আমিন নেছা (৬৫), সাদেক ( ৪০), রাজীব ( ২৩), সমছুন নেছা (৬৫) আব্দুল খায়ের (৬৫), সাদ্দাম (৩২)। নূরুল আমিনের পক্ষের আহতরা হলেন মোসাহিদ (৪০), নূরুল আমিন (৬০), জুলেন মিয়া (৪৫) , হাবিজনুর ( ৩৮), আশিক নুর (৫০), আজিজুর (৫২) , তাইজ উদ্দিন (৫০), হীরক মিয়া (১৮) , হাসিদ নুর (৪০), হাসেদা বেগম (৬০) , হাসেন (৩২) আজেদ (৫০), লাল ময়না ( ৪০) প্রমুখ। উভয় পক্ষের গুরুতর আহত ১০ জন কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের দিরাই সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ব্যবস্থা গ্রহণ করা হবে।