দিরাইয়ে বেপরোয়া অটোরিকশা কেড়ে নিল এক শিক্ষার্থীর প্রাণ

দিরাই প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:৫২:২৭,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯দিরাইয়ে বেপরোয়া ব্যাটারী চালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় গুরুতর আহত হয় সুজন দে (১৭) নামের এক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সে মৃত্যু বরণ করে। বুধবার বিকেল ৩ টার দিকে দিরাই ঘাগটিয়া রাস্তার মজলিসপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোর দিরাই পৌরসভার মজলিসপুর গ্রামের নান্টু দে’র পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কিশোর তার বাসার সামনে রাস্তায় আসলে ঘাতক অটোরিকশা তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দিরাই সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সিলেট পাঠান। এব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক অটো চালক ও অটোরিকশা কে আটক করা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।