দিরাইয়ের মজলিশপুর মাদ্রাসায় পৌর মেয়রের ১ লক্ষ টাকা অনুদান

দিরাই প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:২৯:১০,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯যুক্তরাজ্য থেকে স্বদেশ প্রত্যাবর্তনে দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া কে সংবর্ধনা প্রদান করেছে মজলিশপুর হালিমাতুস সাদিয়া রা. দারুল হাদিস মহিলা মাদ্রাসা।
বৃহস্পতিবার বেলা ২ টায় দিরাই পৌরসভার মজলিশপুরস্থ মাদ্রাসার হল রোমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার উন্নয়নে মোশাররফ মিয়া নিজস্ব তহবিল থেকে ১ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহাদিস মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী ইয়াহিয়া, চন্ডিপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরু উদ্দিন,মাওলানা ইসমাঈল আহমদ, দিরাই জামেয়ার মুহাদিস মোজ্জামেল হোসেন, ইসলামি আন্দোলন দিরাই শাখার সভাপতি মাওলানা আব্দুল হাই, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হাফিজ ইদ্রিস আহমদ,দিরাই বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম খলিল, পূর্ব বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আহমদুল হক,ঘাগটিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এনামুল হক, সাবেক কাউন্সিলর এহিয়া চৌধুরী, দিরাই অনলাইন প্রেসক্লাব সভাপতি মুজাহিদুল ইসলাম সর্দার, সেন মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ খালেদ আহমদ জায়ীম,আল হক তাহফিজুল কোরআন একাডেমীর পরিচালক হাফিজ মারুফ আহমদ ঈসা, মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা সাইফুর রহমান, শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে পৌর মেয়র মোশাররফ মিয়া বলেন জননেত্রী শেখ হাসিনার হাওর পাড়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন, বিশেষ করে ধর্মীয় শিক্ষার উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক। দিরাইয়ের সকল মাদ্রাসার উন্নয়নে দিরাই শাল্লার সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা ও পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।
পরে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।