দিরাইয়ে সুসেবা নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধিঃ
প্রকাশিত হয়েছে : ১০:০৩:৩০,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০১৯দিরাইয়ে প্রসবকালীন মায়েরদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুসেবা নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সহযোগিতায় ও কেয়ার জিএসকে প্রকল্পের আয়োজনে ত্রৈমাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুসেবা নেটওয়ার্কের উপদেষ্টা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও কেয়ার জিএসকে’র প্রকল্প কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুসেবা নেটওয়ার্কের উপদেষ্টা এডভোকেট অভিরাম তালুকদার, উপদেষ্টা সাংবাদিক মুজাহিদুল ইসলাম সর্দার, হেল্থ ইন্সপেক্টর ইনচার্জ নবেন্দু চৌধুরী, স্যানিটারি ইন্সপেক্টর সুকমল রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মানদা রঞ্জন তালুকদার, সুসেবা নেটওয়ার্কের সভাপতি সালেমা বেগম সহ কমিটির সদস্যবৃন্দ।
Attachments area