দুই দিনের সফরে সিলেটে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন

সুরমা নিউজ ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২:৪২:৫৪,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুই দিনের সফরে সিলেট এসেছেন। শুক্রবার বেলা সোয়া বারোটার দিকে তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ’র সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সিলেট নগরীর রিকাবিবাজারে অবস্থিত কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত ডিজিটাল সিলেট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন শনিবার। একই দিন বেলা সোয়া ১২টার দিকে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন সিলেট-১ আসনের এই সাংসদ।