দোয়ারাবাজার সীমান্তে ৭শ’ কেজি মটরশুঁটি আটক

দোয়ারাবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১:১৮:০০,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ৭শ কেজি বাংলাদেশি মটরশুঁটি (ডাল) আটক করেছে বিজিবি। দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুঁমগাঁও ইসলামপুর নামক স্থান থেকে সীমান্তের ওপারে পাচারকালে বাংলাদেশি উক্ত মটরশুঁটি (ডাল) আটক করে।
বিজিবি-২৮ সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মাকুসদুল আলম বলেন, গত বুধবার মধ্যরাতে বিজিবি সুনামগঞ্জ-২৮ এর আওতাধীন বাঁশতলা বিওপি’র টহলদল সীমান্ত পিলার ১২৩২/১০-এস হতে ৫শ গজ বাংলাদেশ অভ্যন্তরে ৭শ কেজি (১৪বস্তা) বাংলাদেশি মটরশুঁটি (ডাল) আটক করা হয়।