দয়ামীর ইউনিয়নের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চান তহুর আলী

জুনা চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১:৩৮:৪০,অপরাহ্ন ০১ নভেম্বর ২০১৯দয়ামীর ইউনিয়নের অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি পদে লড়ছেন তহুর আলী। দেশের মানুষে দুঃখে কষ্টে মনোবেদনায় ভুগেন এই ব্রিটেন প্রবাসী। তিনি সেবামূলক এরকম একটি সংগঠনে তাকে সভাপতি মনোনীত করার অনুরোধ জানিয়েছেন।
তহুর আলী ১৯৬৬ সালে তৎকালীন বালাগঞ্জ থানার(বর্তমান ওসমানী নগর উপজেলা)দয়ামীর ইউনিয়নের আহমদ নগরের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । ছোট বেলা থেকেই সমাজ কল্যাণে মনোনিবেশ তার । সৎ ও নিষ্ঠাবান হওয়ায় ১৯৮০ সালে মাত্র ১৪ বছর বয়সেই নিজ এলাকা নাজির বাজার অগ্রগামী সমাজ কল্যান যুবসংঘের কোষাধক্ষ্যের দায়িত্ব পান। দশ বছর পর্যন্ত তিনি এই দায়িত্ব সততার সাথে পালন করেন।
জীবনের তাগিদে উন্নত জীবন লাভের আশায় ১৯৯২ সালে বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে চলে আসেন সপ্নের শহর লন্ডনে । বন্ধু বৎসল সাদা মনের মানুষ তহুর আলী আজ ২৭ বছরের বিলেত জীবনে ভাগ্যের চাকা ঘুরাতে থাকেন বিরামহীন। যা আজও চলমান । কিন্তু ভুলেননি মানব কল্যানের সেই ছোটবেলার অভ্যাস। যুক্তরাজ্যে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ তহুর আলী ডেগেনহাম ইষ্ট মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে । তিনি দারুল কোরআন নাজির বাজার মাদ্রাসা ইউকের সাধারণ সম্পাদক। নাজির বাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কের প্রতিষ্টাতাদের একজন এবং বর্তমান কোষাধক্ষ। দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্টাকালীন দুই বছর সহ:কোষাধক্ষের দায়িত্ব পালন শেষে এখন কোষাধক্ষের দায়িত্ব পালন করছেন জবাব দাহীতার মাধ্যমে । এছাড়াও তিনি বালাগঞ্জ ওসমানীনগর এডোকেশন ট্রাস্ট ও বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির ট্রাস্টি ।
ব্যক্তিগত জীবনে এক মেয়ে ও চার ছেলের জনক তহুর আলীকে তার সততা এবং বিচক্ষনতা দেখে দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক নির্বাচনে এইবার ট্রাস্টের কর্ণধার সভপতি হিসেবে নির্বাচন করার জন্য তাগিদ দিয়েছেন ট্রাস্টের মুরব্বিয়ান ও যুব সমাজের পক্ষে থেকে । দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সকল ট্রাস্টিরা মনে করেন আগামী ০৩/১১/২০১৯ইং রোববারের নির্বাচনে তালা চাবি মার্কায় বিজয়ী হয়ে তার সততা ও নিষ্ঠার মাধ্যমে ট্রাস্টের চলমান প্রক্রিয়া বেগবান হবে শতগুণ । হাসি ফুটবে দয়ামীর ইউনিয়নের অসহায় মানুষদের মুখে ।