দয়ামীর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি পদে ভোট গ্রহণ চলছে

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:৫৯,অপরাহ্ন ০৩ নভেম্বর ২০১৯দয়ামীর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি পদে ভোটগ্রহন চলছে। আজ রবিবার লন্ডন সময় দুপুর ১২ টায় শুরু হয়েছে ভোট গ্রহন। সন্ধ্যা ৬ টা পর্যন্ত দয়ামীর ইউনিয়নের প্রবাসী ২৮৭ জন ট্রাস্টি তাদের ভোট প্রদান করবেন।
নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তহুর আলী তালাচাবি ও আবুল ফয়েজ মই প্রতিক নিয়ে । বাকি পদগুলোতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনে দায়িত্বে আছেন, চেয়ারম্যান প্রফেসর মোহাম্মেদ মাসুদ আহমেদ, সেক্রেটারী ছহুল এ মুনিম, ট্রেজারার জামাল আহমেদ খান।
ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান বদরুল হোসাইন জুনা সুরমা নিউজ ডট নেটকে বলেন, উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দয়ামীর ইউনিয়নের প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ইউনিয়নের প্রবাসীরা কষ্ট করে এসেছেন আমি তাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। ভোটার ছাড়াও এলাকার অনেক প্রবাসীরা এসেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা।