নবীগঞ্জে পরীক্ষার ফলাফল নিয়ে প্রধান শিক্ষকের ওপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নবীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০:৫১:৪৬,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০১৯
নবীগঞ্জে টেস্ট পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে অর্ধেক অকৃতকার্য হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অকৃতকার্যের ফলাফলের মার্কশীট দেখার জন্য তারা প্রধান শিক্ষকের প্রতি দাবী জানান। এ সময় প্রধান শিক্ষক তাদের শান্তনা না দিয়ে বরং উল্টো তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। শিক্ষকের এহেন আচরনে শিক্ষার্থীরা ক্ষোব্ধ হয়ে উঠে। অত্র বিদ্যালয়ে হট্টগোলের খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। সূত্রে জানা যায় নবীগঞ্জ শহরের হিরা মিয়া গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম এর বিরুদ্ধে এসএসসির নির্বাচনী (টেস্ট্র) পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ উঠে। ২০২০ সালের এসএসসির নির্বাচনী পরীক্ষা ট্রেস্ট এ স্কুলের মোট ২ শত ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে ১০৮ জন শিক্ষার্থীকে কৃতকার্য দেখানো হয়। বাকী ১০৭ জন শিক্ষার্থীকে গনিতসহ ৩, ৪, ৫টি বিষয়ে অকৃতকার্য্য দেখিয়ে ফলাফল প্রকাশ করেন ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম।
বৃহস্পতিবার বিকেলে হিরা মিয়া গার্লস হাইস্কুলের শিক্ষার্থীরা হট্টগোল চলাকালীন সময়ে ৯৯৯ নাম্বারে ফোন দিলে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশে থানার সেকেন্ড অফিসার মোঃ সামছুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক এক শিক্ষক এ প্রতিনিধিকে জানান স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের সাথে সমন্বয় না করে একক সিদ্ধান্তে ওই ফলাফল প্রকাশ করায় সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়াও আরো জানা যায় প্রায় ৮ মাস যাবত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহনের পর থেকেই তিনি শিক্ষক/শিক্ষিকাসহ অভিভাবকদের মধ্যে সমন্বয় না করে এককভাবে সিদ্ধান্ত নেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠে।
পরীক্ষার ফলাফল নিয়ে উল্লেখিত ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান শিক্ষার্থীরা। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি শুনেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল আলম জানান অরনা গোস্বামীসহ কয়েকজন শিক্ষার্থীরা অসৌজন্যমূলক আচরনসহ হট্টগোলের সৃষ্টি করে।