নবীগঞ্জে বন্যার পানিতে ভেসে এলো লাশ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৪:০০:১৩,অপরাহ্ন ২৬ জুন ২০২২হবিগঞ্জের নবীগঞ্জে বন্যার পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শাখা বরাক নদীতে একটি লাশ ভেসে পার্শ্ববর্তী মৌলভীবাজার সদর উপজেলার অংশ থেকে নবীগঞ্জের দিকে আসছিল। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শাখা বরাক নদীর উজানে মৌলভীবাজার জেলা থেকে বন্যার পানিতে লাশটি ভেসে এসেছে। তার পরিচয় জানার চেষ্টা করছি।