নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সুব্রত সম্পাদক হাসান

নবীগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:১১:৫০,অপরাহ্ন ০৬ ডিসেম্বর ২০২২বাংলাদেশ ছাত্রলীগ নবীগঞ্জ পৌর শাখায় সুব্রত চক্রবর্তীকে সভাপতি ও মোঃ হাসান মিয়া তালুকদারকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দিয়েছে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ।
গত রবিবার দিবাগত মধ্যরাতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে নবীগঞ্জ পৌর শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়।
৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে সুব্রত চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ হাসান মিয়া তালুকদার ও সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তোফাজ্জল ইসলাম তালুকদারকে।
নব-গঠিত নবীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি সুব্রত চক্রবর্তী বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নীতি আদর্শ মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন।