না ফেরার দেশে চলে গেলেন সায়েদ, সর্বত্র শোকের ছায়া

লন্ডন অফিস
প্রকাশিত হয়েছে : ৯:২৩:০৩,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯না ফেরার দেশে চলে গেলেন ওসমানীনগরের সায়েদ(৩৯)। ব্রেন টিউমারে আক্রান্ত সায়েদ সোমবার ইংল্যান্ড সময় রাত ১০.৪৫ মিনিটে লেস্টার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের উমরপুর (ইদাত পুর) গ্রামের মরহুম আব্দুর রহমানের পুত্র সায়েদের মৃত্যুতে দেশ ও বিদেশের বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে স্ত্রীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার নামাজের জানাজা ইংল্যান্ডের লেস্টার মসজিদে মঙ্গলবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। ঠিকানা : Shah Jalal Mosque Islamic Centre
25 Clifton Drive Beacon Chester CH1 5LT,
উল্লেখ্য, উমরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক সায়েদ আহমেদের ব্রেন টিউমার গত জুলাই মাসে ধরা পরে। এরপর ইংল্যান্ডের চেস্টার হসপিটালে তিনি কেমোথেরাপি ও রেডিওথেরাপি চালিয়ে আসছিলেন।