ট্রেন দুর্ঘটনা: নিহত ১৬ জনের মধ্যে ৫ জন হবিগঞ্জের

সুরমা নিউজ ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১:৪৯:১২,অপরাহ্ন ১২ নভেম্বর ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহতের মধ্যে পাঁচজনের বাড়ি হবিগঞ্জ জেলায়। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ সনাক্তের পর এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ভোর পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নিশীথা ট্রেনের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
হবিগঞ্জের নিহত পাঁচজন হলেন, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী মো. ইউসুফ (৩৫), বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের আইয়ূব হোসেনের ছেলে আল আমিন (৩৫), চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ফটিক মিয়া তালুকদারের ছেলে রুবেল মিয়া তালুকদার (২২), পীরেরগাঁও গ্রামের সুজন মিয়া (২৪) ও তার খালা কুলসুমা বেগম (৪৫)।
এদিকে এ ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।