পঙ্কজ দেবনাথকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

নিউজ ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১১:৪৯:২১,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে অবৈধ ক্যাসিনো ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে মোল্লা মো. আবু কাওসারকে অব্যাহতি দেয়া হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের আরেকজন দায়িত্বশীল নেতা চ্যানেল আই অনলাইনকে বলেন: স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে তার সকল সাংগঠনিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরই মধ্যে নেত্রীর নির্দেশনা তার কাছে পৌঁছে দিয়েছেন।
বুধবার ঢাকা মহানগর উত্তরের বর্ধিত সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসারেরর পদ থেকে অব্যাহতির তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর একদিন পরেই স্বেচ্ছাসেবক লীগের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হলো সংগঠনটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকে।