পদত্যাগ করতে বলায় গভীর রাতেই জ্যেষ্ঠ মন্ত্রীকে বরখাস্ত করলেন বরিস

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১০:৪৩:৫৬,অপরাহ্ন ০৭ জুলাই ২০২২
ব্রিটেনের কেলেঙ্কারিতে জর্জরিত প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার গভীর রাতে মন্ত্রিসভা এবং কনজারভেটিভ পার্টির বিদ্রোহের মধ্যে এক শীর্ষ স্থানীয় মন্ত্রীকে বরখাস্ত করেছেন।
মন্ত্রিসভা থেকে বরখাস্ত হওয়া কমিউনিটি সেক্রেটারি মাইকেল গভের ২০১৬ সালের ব্রেক্সিট গণভোট প্রচারে জনসনের ‘ডান হাত’ হিসেবে পরিচিত পেয়েছিলেন।
গোভের বরখাস্ত হওয়ার বিষয়টি স্কাই নিউজকে নিশ্চিত করে জনসনের সংসদীয় ব্যক্তিগত সহকারী জেমস ডুড্রিজ বলেন, আমরা তাকে আমাদের লড়াই থেকে বেরিয়ে যেতে দেখব। প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত মেজাজে আছেন এবং লড়াই চালিয়ে যাবেন।
আরো পড়ুন> বরিস জনসনের মন্ত্রিসভা থেকে ৩০ জনের পদত্যাগ
আগামী সপ্তাহে জনসন ব্রিটেনের জীবনযাত্রার ব্যয়-সংকট মোকাবিলায় নতুন কৌশল গ্রহণ করবেন বলেও জানান তিনি।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই জনসনের মন্ত্রিসভায় পদত্যাগের ঘটনা ঘটে। মঙ্গলবার শেষের দিকে সরকার থেকে ৪০ জনেরও বেশি বেরিয়ে যাওয়ার পর সর্বশেষ ওয়েলশ সেক্রেটারি সাইমন হার্ট পদত্যাগ করেন।
গোভই প্রথম মন্ত্রিসভার সদস্য, যিনি বুধবারের শুরুতে জনসনের মুখোমুখি হন এবং তাকে অবশ্যই টোরি পার্টি এবং দেশের মঙ্গলের জন্য পদত্যাগ করতে হবে বলে বার্তা দেন।