পর্দার আড়ালে থাকা একজন মানবতার ফেরিওয়ালা জাহির আহমেদ মোহন

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ২:৫৫:০৩,অপরাহ্ন ০৩ জুলাই ২০২২করোনাভাইরাসের সংকট অনেক কিছুই শিখিয়েছে মানুষকে। গরীবের চাল, টাকা কিংবা ত্রাণ নিয়ে যেমন নয়ছয় করেছেন অনেকে, তেমনি হত দরিদ্র অসহায় ও অসুস্থের কারণে উপার্জন বন্ধ হওয়া পরিবারের মানুষকে খুঁজে বের করে তার পাশে দাঁড়িয়ে মানবতার হাত এগিয়ে দেওয়ার মত ঘটনাও ঘটছে এই সমাজেই। তফাৎ শুধু মানসিকতা আর চিন্তা চেতনার। এমনিভাবে দরিদ্র অসহায় ও শারিরিক ভাবে অচল মানুষদের খুঁজে বের করে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জাহির আহমেদ মোহন। তার রাজনৈতিক পরিচয় দয়ামীর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
এবারের ভয়াবহ বন্যায়ও তিনি ঝাপিয়ে পড়েছেন মানুষের সেবায়। বিত্তবানদের কাছ থেকে ও নিজের সাধ্যমত চেষ্টা করেছেন অসহায়দের পাশে থাকার। দলীয় নেতাকর্মী ও আত্মীয় স্বজনদের কাছ থেকে চেয়ে এনে ঘরে ঘরে পৌছে দিয়েছেন খাবার সামগ্রী।
তরুন এই যুবকের কাছে জানতে চাইলে তিনি বলেন, মানুষের অসহায়ত্ব আমাকে কষ্ট দেয়। নিজের সাধ্যমত চেষ্টা করি তাদের পাশে থাকার। করোনা মহামারির সময় আমাদের এলাকার মানুষ যখন ঘর থেকে বের হতে ভয় পাচ্ছিল আমি তাদের ঘরে খাবার পৌছে দিয়েছিলাম। আমি কৃতজ্ঞ তাদের কাছে আমার এ কাজে যারা আর্থিকভাবে সহযোগীতা করছেন। এই ভয়াবহ বন্যায় আমাদের এলাকার অবস্থা খুবই খারাপ। সবার কাছে করজোড়ে অনুরোধ আপনাদের সাধ্যমত তাদের পাশে দাড়ান। বন্যা পরবর্তী সময়ে তাদের পুনর্বাসনে আমরা সবাই এগিয়ে আসবো এই প্রত্যাশা আমার ।