পৃ্থিবীর সকল মায়েরা যেন সব সময় ভালো থাকেন

শেখ এবাদুর রহমান (মিজান)
প্রকাশিত হয়েছে : ১২:৫৫:৪২,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯আমরা হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান থাকতে কেন একজন মা ক্ষুধার্ত অবস্হায় ছটফট করেন ? আমরা কি পারিনা মানবতার স্বার্থে নিজ নিজ অবস্হান থেকে অসহায় মানুষের পাশে দাড়াতে ? তা কেন পারবো” আমরা কি পারি জানেন ? আমরা পারি খুব বেশি প্রশ্ন করতে, কেন আপনি ফেসবুকে পোষ্ট করলেন ? কেন আপনি আপনার হাত দিয়ে খাওয়ালেন ? শুধু কি তাই ? প্রশ্নের শেষ নেই , এক পর্যায়ে সেই ছেলেটা এসব কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যায়। তারপর হাল ছেড়ে দেয় । কিন্তু আমাদের দায়িত্ব ছিল, সেই ছেলেটাকে অভিবাদন জানানো ।
আমাদের তো অভিবাদন জানানোর সময় নেই ! পকেটে ৫০ টাকা আছে , যাই বাজারে এক পকেট সিগারেট কিনে নিই ! তবেই আজকের দিনের জন্য অন্তত নিজেকে মনে মনে হিরো ভাবতে পারবো ! পরের দিন পকেটে ১০০ টাকা আছে কোন চিন্তা নেই , আজ সিগারেট এর পাশাপাশি ড্রিংক ও খেতে পারবো ।আমরা কি পারিনা আজীবন মানুষের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত রাখতে ? আমাদের সর্বদা একটি জিনিস মনে রাখা উচিত’ মানুষ মানুষের জন্য , জীবন জীবনের জন্য । এই পৃথিবীতে আমরা কেউই চিরদিনের জন্য আসিনি , একদিন সবাইকে চলে যেতে হবে । তাই আসুন সবাই মিলে এমন কিছু করে যাই ‘ যা, আজীবন মানুষ মনে রাখবে এবং দুই হাত জোড় করে মহান সৃষ্টিকর্তার দরবারে দোয়া করবে । আসুন মানুষকে নিয়ে সমালোচনা নয় বরং আলোচনা করি । অনেক কথাই বলে ফেল্লাম , কারো দৃষ্টিতে কথা গুলো ভালো লাগতে পারে আবার কারো দৃষ্টিতে খারাপ লাগতে পারে । তাই ক্ষমা , সুন্দর দৃষ্টিতে দেখবেন “ সবার প্রতি রইল ভালোবাসা ও শুভ কামনা ।