পৌরসভায় উন্নীত বিশ্বনাথ, প্রধানমন্ত্রীর প্রতি আনোয়ারুজ্জামানের কৃতজ্ঞতা

আব্দুল হামিদ নাছার,লন্ডন
প্রকাশিত হয়েছে : ১০:১০:৪৫,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথকে পৌরসভা ঘোষণা করায় বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, মাননীয় নেত্রী আপনার নেতৃত্বে এভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
পূরণ হলো উপজেলাবাসীর বহুল প্রত্যাশিত স্বপ্ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ২১ অক্টোবর সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিশনাথের ৫টি ইউনিয়নের ২২টি মৌজা নিয়ে বিশ্বনাথ পৌরসভা অনুমোদন লাভ করে। মৌজা গুলো হচ্ছে বিশ্বনাথ ইউনিয়ের আহমদাবাদ, পূর্ব জানাইয়া, বিদায়সুলপানি, কানাইপুর, মজলিস ভোগশাইল, চান্দসিরকাপন, মিরেরচর, মশুল্লা, সেনারগাঁও, ধোপাখোলা, তাজপুর। দেওকলস ইউনিয়নের আলাপুর, ধোপাখোলা, দত্তা। অলংকারী ইউনিয়নের পূর্ব জানাইয়া, কামালপুর, ভাগমতপুর, অলংকারী। দৌলতপুর ইউনিয়নের দূযার্কাপন, চরচন্ডি। রামপাশা ইউনিয়নের পশ্চিম জানাইয়া ও মশুলা।
অভিনন্দন বিশ্বনাথবাসীকেও ।