প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৮০০ কেজি আম গেল ভারত

আখাউড়া প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:১৯:৩৮,অপরাহ্ন ২০ জুন ২০২২
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য আম্রপালি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রধানমন্ত্রীর উপহারের ৮০০ কেজি আম পাঠানো হয় ত্রিপুরায়।
স্থলবন্দর সূত্রে জানা গেছে,ঢাকা থেকে পিকআপ ভ্যানে করে আমগুলো আখাউড়া স্থলবন্দরে আনা হয়। ১৬০ টি কার্টনে করে আসা ৮০০ কেজি আমের সবগুলোই আম্রপালি। পরবর্তীতে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশানের কাছে আমগুলো হস্তান্তর করা হয়। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমগুলো পৌঁছে দেবেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মাহমুদ এবং প্রথম সচিব মোঃ আসাদুজ্জামান, আখাউড়া কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ জাকারিয়া সহ শূন্য রেখায় দু’দেশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।